আপনজন ডেস্ক: মিডিয়া পরিচালিত বিতর্ক সভা ও ক্যাঙ্গারু আদালতগুলি গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, শনিবার রাঁচির ন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ল-এর এক অনুষ্ঠানে এই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। তিনি বলেন, মিডিয়া তাদের দায়িত্ব লঙ্ঘন করে গণতন্ত্রকে ক্রমশ পিছনের দিকে ঠেলে দিচ্ছে। প্রিন্ট মিডিয়া এখনও একটি নির্দিষ্ট মাত্রায় জবাবদিহি করে থাকে। কিন্তু, ইলেকট্রনিক্স মিডিয়ার জবাবদিহির কোনও ব্যাপারই নেই। আর, সোশ্যাল মিডিয়া এব্যাপারে আরও খারাপ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct