জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: ২১ শে জুলাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশে যোগ দিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে পড়লেন বলরামপুরের তিনজন তৃণমূল কর্মী। জানা যায় সমাবেশ শেষে ফেরার সময় পুরুলিয়ার বলরামপুরের বেলা অঞ্চলের তৃণমূলের কর্মীরা হাওড়া স্টেশনে আসেন ট্রেন ধরতে। সেই সময় ভিড়ের ঠেলায় পড়ে যান বেলা অঞ্চলের দলীয় কর্মী ভগীরথ মাহাত। তার মুখে চোট লাগে, ঠোঁট কেটে যায় এবং সামনের দুটো দাঁত ও ভেঙ্গে যায়। পরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাকে তুলে নিয়ে গিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করেন। তারপর সঙ্গে থাকা বাকিরা বাস ধরার জন্য ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সেক্ষেত্রেও পিছু ছাড়ল না বিপদ। ধর্মতলা যাওয়ার পথে আরেক দলীয় কর্মী গণেশ মূর্মু মাথা ঘুরে পড়ে যান। তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয় বলে খবর। এছাড়াও মানিক সিং সর্দার নামে বলরামপুরের আরেক তৃণমূল কর্মী কলকাতার রাস্তায় অসুস্থ হয়ে পড়লে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য মানিক বাবু কে ছেড়ে দেওয়া হয়। তবে ভগীরথ মাহাত এবং গণেশ মূর্মু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে শুক্রবার তারা দুজন হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তাদের সঙ্গে রয়েছেন বেলা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দুজনকে সঙ্গে নিয়েই ফিরবেন তারা। বৃহস্পতিবার ভগীরথ মাহাত ও গনেশ মুর্মুর সঙ্গে কলকাতার হাসপাতালে দেখা করে খোঁজ খবর নিতে যান পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম। শুক্রবার এই বিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়াকে ফোন করা হলে তিনি জানান , তারা বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন। পুরুলিয়া থেকে গাড়ি পাঠানো হয়েছে এদিনই তারা পুরুলিয়া ফিরছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct