মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: ফলন ভাল হলেও অনাবৃষ্টির ফলে মাথায় হাত নদীয়ার পাট চাষীদের, বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা চাষীদের। অনাবৃষ্টির কারণে চাষীদের মাথায় হাত, আর্থিক ক্ষতির আশঙ্কা চাষীদের। খাতায়-কলমে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটলেও নেই বৃষ্টির দেখা আর জার জেরে চরম ভোগান্তির শিকার কৃষকরা। তীব্র গরম আর রোদ সহ বৃষ্টির আকালে শুকোতে বসেছে জমির পাট গাছ। নদীয়া জেলার বিভিন্ন ব্লকে চাপড়া, নাকাশিপড়া, করিমপুর সহ বিভিন্ন ব্লকে প্রচুর পরিমাণে পাট চাষ করে কৃষকরা। পাটের গুণগত মান খুব ভাল হওয়ায় দেশ জুড়ে যেমন নাম তেমন চাহিতাও বেশি।এই কারনে পাট চাষের মাধ্যমে চাষিরা কিছু আর্থিক লাভের আশায় তাকিয়ে থাকে পাট চাষের দিকে গতবছরও অতিবৃষ্টির ফলে পাটের ক্ষতি হয়েছিল, আর দামও মেলেনি সেভাবে। সে তুলনায় এবছর পাটের ফলন ভাল হয়েছিল,কিন্তু সময় মত বৃষ্টি না হওয়ায় সময়ের আগেই পাট কেটে ফেলতে হচ্ছে বলে জানায় নদীয়ার নবদ্বীপের পাট চাষিরা।বৃষ্টি না হওয়ায় মাঠের পাট শুকোচ্ছে মাঠেই। পাট পচানোর জন্য যে জলের প্রয়োজন সেই জলও মিলছে না । আর্থিক ক্ষতির সামনে পরতে হচ্ছে চাষিদের। লাভের আশায় পাট চাষের জন্য কেউ ব্যাংক থেকে কেউ সোনা বন্ধক রেখে লোন করে চাষ করেছিল, এখন যা অবস্থা আলস টাকই তোলা মুশকিল বলেও জানায় চাষিরা। করিমপুর ব্লকে পাটের রং খুব ভালো যে কারণে নদীয়ার পাটে চাহিদা বেশি। এবছরে বৃষ্টির না হওয়ার কারণে পাট মাঠে শুকিয়ে যাচ্ছে সেই সঙ্গে পাট পচানোর খুব সমস্যা মধ্যে পাট চাষিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct