আপনজন ডেস্ক: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা নগদ উদ্ধার করার পর রাতেই মন্ত্রীর বাড়িতে যান তদন্ত সংস্থা ইডির আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। রাতভর পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার পর শনিবার সকালে তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে তাকে গ্রেফতারের কথা জানায় ইডি। আজই তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। ইডি সূত্রের খবর, পার্থর বাড়িতে তল্লাশি করার পর ইডি আধিকারিকরা বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন। ইডি সূত্র জানিয়েছে এসএসসি এবং প্রাইমারি বোর্ডে নিয়োগে দুর্নীতির অভিযোগে পার্থকে গ্রেফতার করা হযেছে। উল্লেখ্য, শিক্ষক নিয়োগে বঞ্চিত প্রার্থীর আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকার্টো শিক্ষক নিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। আদারতের নির্দেশেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct