সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূমের সিউড়ি সিধু কানু মুক্ত মঞ্চে জেলার লোক শিল্পীদের নিয়ে আয়োজিত হয় একদিনের কর্মশালা। পশ্চিমবঙ্গ সরকারের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এবং জেলা তথ্য- সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়।জেলার লোক শিল্পীদের নিয়ে আয়োজিত আজকের কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ( উন্নয়ন) সুপ্রিয় দাশ, শিক্ষক সুনীল সরেন, জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ কেরিম খান, বিশ্ববিজয় মার্ডি ,জনপ্রিয় লোকশিল্পী রথীন কিস্কু সহ অন্যান্য আধিকারিক ও অতিথিবর্গ।এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকপ্রসার প্রকল্পের অন্তর্গত লোকশিল্পীরা যোগ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct