আজিম শেখ, বীরভূম, আপনজন: ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের নেতৃত্বে ‘নো আইডেন্টিটি নো ভোট’-এর দাবিতে মহাকরণ অভিযানের সময় ধর্মতলায় তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ ১৩ জন যুব কংগ্রেস কর্মীদের গুলি করে হত্যা করে। সেই শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে বীরভূমের প্রতিটি ব্লকে ব্লকে শ্রদ্ধা জানাল কংগ্রেস। বীরভূম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা, ময়ূরেশ্বর - ১ ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, ময়ূরেশ্বর - ২ নং ব্লক কংগ্রেস সভাপতি জাসমির খান, জেলা কংগ্রেস সদস্য সেখ কবির হোসেন, শান্তিরাম মাল, সাতকড়ি দলুই, ময়ূরেশ্বর - ১নং ব্লক কংগ্রেস এসসি, এসটি সেলের চেয়ারম্যান ধীরেন দলুই, ময়ূরেশ্বর বিধানসভা যুব কংগ্রেস নেতৃত্ব সাইফার আলি, বাম দাস, রফিক সেখ প্রমুখ উপস্থিত ছিলেন,। জেলা কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা ১৯৯৩ সালের ২১ শে জুলাই যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল যুব কংগ্রেস কর্মীদের উপর পুলিশের নির্বিচারে গুলি বর্ষন ও লাঠি চার্জের ঘটনা সম্বন্ধে বিস্তারিত বক্তব্য রাখেন। এদিনের সভা থেকে দাবী জানালেন সেই দিন যারা যুব কংগ্রেস কর্মীদের নারকীয় ভাবে হত্যা করেছিল তাদের বিচার করে ফাঁসি দেওয়া হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct