আপনজন ডেস্ক: নীরবতা ভেঙেই বৃহস্পতিবার উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রক্রিয়া থেকে নিজেদের ‘বিরত’ রাখার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। এর ফলে বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা এনডিএ-র প্রার্থী জগদীপ ধনকর বা বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা- কাউকেই ভোট দেবে না তৃণমূল। ফলে, বিরোধী দলগুলির মধ্যে ঐক্যে ফের ফাটল ধরল। উল্লেখ্য, বিজেপি বিরোধী ১৭টি দল উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে কংগ্রেস নেত্রী মার্গারেট আলভাকে। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারথীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মার্গারেট আলভাকে বিরোধী দলের প্রার্থী হিসেবে বেছে নেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে ‘পরামর্শ’ করা হয়নি।
তিনি বলেন, কেউ একজন বলেছিলেন যে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। কিন্তু বৈঠক শেষ হওয়ার পরে তিনি ফোন করেছিলেন। আমাদের কাছে বেশ কয়েকটি নাম ছিল যারা বিরোধী দলের প্রার্থী হতে পারতেন। যদিও, মার্গারেট আলভার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাল সম্পর্ক ছিল। কিন্তু যেভাবে তাকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হল তার জন্য উপরাষ্ট্রপতি ভোট প্রদান প্রক্রিয়া থেকে তৃণমূল থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। অভিষেক আরও বলেন, আমরা রাজ্যপাল থাকালীন জগদীপ ধনকড়ের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি দেখেছি। এনডিএর প্রার্থী ধনকরকে কোনও মতেই সমর্থন করা যায় না। এ দিন উপস্থিত দলের ৮৫ শতাংশ সাংসদ মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন যে তৃণমূল বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকেও সমর্থন করবে না। উপরাষ্ট্রপতি ভোটে তৃণমূল ভোটদানে বিরত থাকবে।। তৃণমূল সাংসদরা মনে করছেন, যেভাবে প্রার্থী নির্বাচন হয়েছে তা ঠিক নয়। আরও সুষ্ঠুভাবে আলোচনার জায়গা ছিল। কিন্তু তা হয়নি। ফলে আমরা এই ভোটদানে বিরত থাকছি। এনডিএ প্রার্থী জগদীপ ধনকরের পাশে থাকার প্রশ্নই ওঠে না জানিয়ে অভিষেক বলেন, গত তিন বছরে ধনকর যখন বাংলার রাজ্যপাল ছিলেন, তখন তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের মুখপত্র হিসেবে আচরণ করেছিলেন। তিনি সব সময় রাজ্য সরকারের বদনাম করতেন। তাই এনডিএ প্রার্থীকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। তবে, কংগ্রেস ও বামফ্রন্ট টিএমসির সমালোচনা করে বলেছে যে টিএমসির সিদ্ধান্তের সাথে সাথে বিজেপি এবং টিএমসির মধ্যে ‘বোঝাপড়া’ স্পষ্ট হয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct