আপনজন ডেস্ক: প্রত্যাশিত মতোই রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন এনডিএর প্রার্থী দ্রৌপদী মুর্মু। তার বিরুদ্ধে দাঁড়ানো বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে দ্রৌপদী মুর্মু হচ্ছেন দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে শুরু হয়েছিল ভোটগণনা। গণনা শেষে দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর জয় সুনিশ্চিত হয়। ৩,২১৯ ভোটের মধ্যে দ্রৌপদী পেয়েছেন ২,১৬১টি ভোট। আর যশবন্ত সিনহা পেয়েছেন ১,০৫৮ ভোট। মমতার পছন্দের প্রার্থী বিরোধীরা সর্বসম্মতক্রমে ভোট দিলেও শেষ রক্ষা হল না। আগামী ২৪ জুলাই শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ। এর পরে আগামী ২৫জুলাই শপথ নেবেন দ্রৌপদী। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct