আপনজন ডেস্ক: দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অর্থ বরাদ্দ গত ২০২২-২২ অর্থবছরে আগের বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ হ্রাস পেয়েছে। যদিও আরও এক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বেড়েছ। কংগ্রেস সাংসদ টি এন প্রতাপনের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই তথ্য জানিয়েছে। শিক্ষা মন্ত্রকের দেওয়া বিবরণ অনুযায়ী, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া তহবিল বরাদ্দের ক্ষেত্রে প্রায় ৬৮.৭৩ কোটি টাকা হ্রাস পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ ২০২০-২১ বর্ষে ৪৭৯.৮৩ কোটি টাকা থাকলেও তা প্রায় ১৫ শতাংশ কমিয়ে ২০২১-২২ বর্ষে ৪১১.১০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ২০২০-২১ সালে ১,৫২০.১০ কোটি টাকা ছিল। কিন্তু ২০২১-২২ বর্ষে ৩০৬ কোটি টাকা কমে হয়েছে ১,২১৪.৬৩। কিন্তু বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চিত্রটি আলাদা। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বরাদ্দ দ্বিগুণ হয়েছে। বিএইচইউ-এর জন্য বরাদ্দ ২০১৪-১৫ সালে ৬৬৯.৫১ কোটি টাকা থাকলেও ২০২১-২২ সালে তা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ১,৩০৩.০১ কোটি টাকায় দাঁড়িয়েছে। ফলে, বৈষম্যের অভিযোগ উঠেছে। একইভাবে, রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন ২০১৪-১৫ সালের ৩৯.৯৩ কোটি টাকা থেকে ২৫০% বৃদ্ধি পেয়ে ২০২১-২২ সালে ১০২.৭৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct