আপনজন ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে তলব ইডির। বৃহস্পতিবার ন্যাশনাল হেরাল্ড মানি-লন্ডারিং মামলায় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। কোভিড থেকে সেরে উঠেই ইডি দফতরে হাজিরা দিয়েছেন সোনিয়া। সাড়ে ১২টা নাগাদ ৫ মহিলা আধিকারিকের একটি দল এদিন সোনিয়াকে জেরা শুরু করে। সব মিলিয়ে প্রায় ৫০টি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এদিন সোনিয়ার সঙ্গে ইডি দপ্তরে যান তাঁর মেয়ে প্রিয়াঙ্কাও। এদিকে কংগ্রেস নেতা ও কর্মীরা ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন। কর্মীরা ৭৫ জন সাংসদদের নিয়ে মধ্য দিল্লির এপিজে আবদুল কালাম রোডে ইডি সদর দফতরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জেড ক্যাটাগরির সিআরপিএফ সুরক্ষা কভারে দুপুরের পরে ইডি দফতরে পৌঁছেছিলেন সোনিয়া। সমন যাচাই এবং উপস্থিতি পত্রে স্বাক্ষর করার পর আনুষ্ঠানিকতা দুপুর সাড়ে ১২টার দিকে জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে সূত্রের খবর। সদ্য কোভিড থেকে সেরে উঠেছেন সোনিয়া গান্ধী। চিকিৎসকের প্রেসক্রিপশন দেখানোর তাঁকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে ইডি। ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মালিকানাধীন কংগ্রেস-উন্নত ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের আর্থিক অনিয়ম সংক্রান্ত তদন্তে পরবর্তীতে সহযোগিতা করবেন কংগ্রেস সভানেত্রী।অসুস্থতার কারণে দ্রুত ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেস নেত্রীকে। কিন্তু কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ জানিয়ে দিয়েছেন, এই ধরনের দাবি ভিত্তিহীন। বরং সোনিয়া জানিয়েছিলেন, তাঁকে যতক্ষণ দরকার, তিনি থাকবেন। কিন্তু অচিরেই তাঁকে জানিয়ে দেওয়া হয়, আপাতত তাঁর আর ইডির দপ্তরে থাকার দরকার নেই। এমনকী, শুক্রবারও আসতে হবে না। পরে সোনিয়া জানান, যদি এরপরও কিছু প্রশ্ন বাকি থেকে থাকে, তিনি চাইলে সোমবারও আসতে পারেন।
সোনিয়া গান্ধীকে ইডির সমন পাঠানোর ঘটনায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে "প্রতিহিংসার নিরলস প্রতারণা" বলে অভিহিত করেছেন কংগ্রেস কর্মীরা ৷ গ্র্যান্ড ওল্ড পার্টি সংসদের ভিতরে -বাইরে, এআইসিসি সদর দফতরে এবং সারা দেশে বিক্ষোভে ফেটে পড়ে হাত শিবির। অন্যদিকে, বিজেপি এই বিষয়ে কংগ্রেসকে তীব্র নিন্দা করে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় দাঙ্গা মামলায় বিশেষ তদন্তকারী দলের সামনে হাজির হওয়ার প্রয়োজন হয়েছিল, তখন কোনও প্রতিবাদ হয়নি। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী দোষী না হলে কংগ্রেসের ভয় কিসের? প্রশ্ন করলেন বিজেপি মুখপাত্র টম ভাদাক্কান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct