রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদ, আপনজন: মসজিদের জায়গা দখল করে জোরপূর্বক অবৈধ নির্মাণ গড়ে তোলার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। বহরমপুর পুরসভার খাগড়া বাইশ পল্লী এলাকায় সরকারি কাজের নামে বহরমপুর পুরপিতা নাড়ুগোপাল মুখার্জি এবং কাউন্সিলর অপর্ণা শর্মার তত্ত্বাবধানে মসজিদের জমির উপর বেআইনিভাবে নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে ঘোরতর অভিযোগ উঠেছে। উল্লেখ্য বাংলা সহায়তা ভবন নির্মাণের নামে বহরমপুর পুরসভা ১১ ওয়ার্ডের আর এস খতিয়ান ভুক্ত ১৭১৪ নম্বর দাগে একটি মসজিদ ছিল। সেই মসজিদের জায়গাটি জবরদখল করার চেষ্টা করছে বলে ঘোরতর অভিযোগ উঠেছে বহরমপুর পুরসভার বিরুদ্ধে। এরফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় এই ঘটনাটি জানাজানি হওয়ার পর ওয়াকফ বোর্ড মুর্শিদাবাদ জেলার সুপারভাইজারি কমিটি এই প্রসঙ্গে হস্তক্ষেপ করেন। পরবর্তী সময়ে মসজিদের জমিতে নির্মীয়মাণ অবৈধ কাঠামো ভেঙে ফেলার দাবিতে মানবাধিকার সংগঠন বন্দিমুক্তি কমিটির পক্ষ থেকে জেলা শাসক রাজর্ষি মিত্রের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। জেলাশাসক বিষয়টি গুরুত্ব দিয়ে শুনে, মসজিদের জায়গায় যাতে অবৈধভাবে কোনো নির্মাণ না হয় তারজন্য ১৪৪ ধারা জারি করেছেন বলে জানিয়েছেন বন্দীমুক্তি কমিটি। স্বাভাবিকভাবেই প্রায় ৫ কোটি অর্থের সম্পত্তিতে কিভাবে সরকার অবৈধ নির্মাণ গড়ে তুলতে পারে, তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। মুর্শিদাবাদের বিশিষ্ট ব্যাক্তিবর্গ পুরসভার এই কাজকে ধিক্কার জানিয়ে মসজিদের জায়গা ফিরিয়ে দিয়ে সম্প্রীতি গড়ে তোলার বার্তা দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct