সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: পরিবার প্রতি ৩০০ ইউনিট এবং কৃষিকাজের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবিতে সিপিআই এমএল নিউ ডেমোক্রেসির পক্ষ থেকে রাজ্যব্যাপী ১৫ থেকে ২২ শে জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার বীরভূমের বোলপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় দলের পক্ষ থেকে। এই সংগঠনের দাবি যে, সম্প্রতি পাঞ্জাব সরকার রাজ্যের প্রতিটি পরিবারকে ৩০০ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহের কথা ঘোষণা করেছেন। তাছাড়া ও দীর্ঘদিন ধরে সেখানে কৃষিকাজের জন্য বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম ক্রমাগত বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ নিগম তার ২ কোটির বেশি গ্রাহকের থেকে খরচের অনেক বেশি দামে বিদ্যুতের মূল্য সংগ্রহ করে। ২০২০ সাল থেকে ইউনিটে ৭৪ পয়সা বাড়তি তুলছে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সিইএসসি বিদ্যুতের বিল ক্রমাগত বাড়িয়ে মুনাফা লুটছে। শহর ও গ্রামের বহু গরীব মানুষ বিদ্যুতের বিল সময়মতো দিতে না পারার জন্য তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে। অনেকেই আবার অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা বা বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ও বিদ্যুৎ সংযোগ কাটিয়ে দিচ্ছেন।
সংগঠনের দাবি যে, পাঞ্জাবের মত বাংলাতে ও ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সমস্ত পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করতে হবে। এছাড়া কৃষি উৎপাদন খরচ কমানোর জন্য কৃষি কাজে ও সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে।মঙ্গলবার বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে বোলপুর মহকুমা শাসকের হাতে প্রতিনিধি ডেপুটেশন প্রদান করা হয়। নেতৃত্বে ছিলেন সিপিআই এমএল নিউ ডেমোক্রেসির জেলা সম্পাদক শৈলেন মিশ্র। রাজ্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া ও কৃষিকাজে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ বোলপুর মহকুমা শাসকের কাছে প্রতিনিধি ডেপুটেশন, বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে। নেতৃত্ব দেন কম শৈলেন মিশ্র। উল্লেখ্য, বর্তমানে রাজ্য সরকারের তরফে প্রতিটি পরিবারের প্রথম ৬০ ইউনিট বিদ্যুৎ বিলের দাম থেকে মুক্ত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct