সুব্রত রায়, কলকাতা, আপনজন: একদিকে পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি আর অন্যদিকে ক্রমবর্ধমান দূষণ। এই দুই সাঁড়াশি চাপের থেকে মুক্তি পেতে রাজ্য পরিবহণ দপ্তরের পক্ষ থেকে অধিকাংশ বাসকে ইতিমধ্যেই সিএনজি-তে কনভার্ট করা হচ্ছে। এই পরিস্থিতির রাশ টেনে ধরতে ব্যাটারি চালিত বাসও বেশি পরিমাণে চালানোর জন্যেও প্রস্তুতি নিচ্ছে রাজ্যের পরিবহন দপ্তর। এবার এই প্রস্তুতির পদক্ষেপ হিসাবে কলকাতায় পরীক্ষামূলকভাবে একটি বেসরকারি সংস্থার প্রস্তুত করা - বিদ্যুৎ চালিত বা ব্যাটারি অপারেটর অটোর শুভ সূচনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আগামী দিনে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে যে সব পেট্রোল বা ডিজেল চালিত অটো চালানো হচ্ছে সেগুলি রিপ্লেস করার চেষ্টা করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একে একে যদি ব্যাটারি অপারেটর অটোতে কনভার্ট করে দেওয়া যায় তাহলে একদিকে যেমন অটো চালকদের চড়া দাম দিয়ে তেল কিনতে হবে না, অন্যদিকে শহর কলকাতার দূষণের মাত্রাও কমানো সম্ভব হবে। এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম। আগামী দিনে এই বিষয়টি বাস্তবায়িত করতে প্রয়োজনে রাজ্য সরকারের পক্ষ থেকে অটো চালকদের কিছুটা সাবসিডি র ব্যবস্থা করার বিষয় নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে বলে আশ্বস্ত করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct