জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: শুধু সমাবেশে ব্যক্তব্য শুনতে নয় ,মুখ্য মন্ত্রীর প্রিয় ছৌ নাচ গেল সমাবেশ মাতিয়ে ছৌ নাচের কসরত দেখাতে। বিভিন্ন নেতার উদ্যোগে এবার একাধিক ছৌ দল কলকাতায় গিয়েছে একাধিক দলের সঙ্গে। বিশেষ করে বাঘমুন্ডি বলরামপুর ও বারবাজার থেকে বেশ কয়েকটি ছৌ দল গিয়েছে মুখ্যমন্ত্রীর সভায়। তবে মিছিলের মধ্যে বা সভাস্থলে ছৌ এর কোনও পালা দেখানো হবে না। শুধুমাত্র নাচের কসরত দেখবেন শিল্পীরা। জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জী বলেছেন ,ইতিমধ্যে একাধিক ছৌ দল যোগাযোগ করেছে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতর সঙ্গে।
বাঘমুন্ডির চড়িদা গ্রামে বিখ্যাত ছৌ শিল্পী প্রয়াত গম্ভীর সিং মুড়ার বাড়ি। পদ্মশ্রী উপাধি প্রাপ্ত ওই শিল্পী একসময় পৃথিবী তে ছৌ নাচ নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। পরে মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জী ছৌ নাচের অপূর্ব শৈলি দেখে ছৌ ডান্স নামে এক ধরনের ক্রিড়া চালু করেন জঙ্গলমহল উৎসবে। সেই ছৌ নাচের দলগুলি এবার কলকাতায় রাজপথ মাতিয়ে সমাবেশ স্থলে যাবে। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন ,ছৌ নাচ পুরুলিয়ার নিজস্ব কৃষ্টি। আমরা কলকাতায় যাবো অথচ সঙ্গে ছৌ ঝুমুর থাকবে না এটা হতে পারে না। তবে ছৌ দলগুলি এবার পৃথক গাড়ি নিয়ে কলকাতায় যাচ্ছে না। জঙ্গলমহলের বিভিন্ন এলাকা থেকে যে সব বাস যাবে সেগুলির মধ্যেই থাকবেন ছৌ শিল্পীরা। অনুষ্ঠানে নাচের জন্য এখন ছৌ নাচের বিশেষ আঙ্গিক তৈরী হয়েছে বলে জানিয়েছেন একাধিক ছৌ শিল্পী। পালা অনুষ্ঠানে যে ভঙ্গিমা নাচে থাকে এখানেও সেভাবে নাচতে হয়। তবে চরিত্রের পূর্ণাঙ্গ প্রকাশ এখানে ঘটানো হয় না। কলকাতার রাজপথে সেই নাচই দেখেন মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct