আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের দু বারের বিজেপি বিধায়ক দলিত নেতা দীনেশ খটিক যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এক শ্রেণির আমলার জাতপাতের শিকার হওয়ার কারণে অমিত শাহের কাছে চিঠি লিখে জলশক্তি মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন। খটিক তার চিঠিতে অভিযোগ করেছেন যে, জলশক্তি দফতরের অামলা ও কর্মীরা তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপেক্ষা করছেন। তাকে কোনও বিষয়েই অবহিত করা হয় না। কারণ তিনি সমাজের নিপীড়িত ও বঞ্চিত অংশ থেকে এসেছেন। মিরাটের হস্তিনাপুরের বিজেপি বিধায়ক মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেননি। তাকে প্রদত্ত নিরাপত্তা এবং সরকারি গাড়ি প্রত্যাহার করা হয়েছে বলে ধারণা করছেন খটিক। তবে, যোগী মন্ত্রিসভায়িএই প্রথম এভাবে জাতপাতের অভিযোগ তুলে কোনও মন্ত্রী পদত্যাগ করলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct