এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: গত দু’বছর কোভিডের কারণে তৃণমূলের ‘শহিদ সমাবেশ’ ভার্চুয়াল মাধ্যমে হয়েছিল। মমতা ভাষণ দিয়েছিলেন অনলাইনে। এ বছর আর ভার্চুয়ালি নয়, সশরীরে ‘শহিদ সমাবেশ’ হচ্ছে কলকাতার ধর্মতলা চত্বরেই। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস জেতার পর এটা শুধু শহীদ দিবসের অনুষ্ঠান নয়, তৃণমূলের বিজয় মিছিলও বলা যেতে পারে। ফলে এই মহাসমাবেশকে ঘিরে জোড়াফুল শিবিরে উত্তেজনা তুঙ্গে। এই সমাবেশ নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আগেই ভিডিও বার্তায় বললেন, একুশের সমাবেশে শান্তিপূর্ণ ভাবে, শৃঙ্খলা মেনে মিছিলে আসতে হবে। তৃণমূল নেত্রীর আগাম এই বার্তা এ বছর ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সভা দলীয় কর্মী-সমর্থকদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, শহিদ দিবসের সমাবেশ থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী এবং কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানে কংগ্রেসের নেতা–কর্মীদের নিয়ে বিক্ষোভ অভিযান চালান। সেই বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে ১৩ জন নিহত হন। তাঁদের স্মরণে ২১ জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল। মমতার বিক্ষোভের রাজনীতি সেই দিন থেকেই শুরু হয়।
বুধবার ২১ জুলাইয়ের মহাসমাবেশের প্রাক মুহূর্তে সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে তারই ইঙ্গিত দিলেন তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে রাজ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে যাতে বিজেপি ফায়দা লুটতে না পারে, তারই সতর্ক পদক্ষে দলীয় কর্মী-সমর্থকদের প্রতি শান্তি ও শৃঙ্খলা রক্ষার আহ্বান বলে মনে করা যেতে পারে। যদিও মমতা ওই ভিডিও বার্তায় সমস্ত সচেতন রাজনৈতিক দলকেই সমাবেশে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন, সেই সঙ্গে সকলকে সহযোগিতার আহ্বান জানান, পাশাপাশি আবহাওয়া নিয়েও সর্তকতার বার্তা মমতা। মমতা বলেন, ‘২১ জুলাই দিনটি আমাদের কাছে ঐতিহাসিক এবং স্মরণীয় দিন। এই দিনটির সঙ্গে আমাদের আবেগ ও স্বজনরা জড়িত। তিনি বলেন, যারা পারবেন তারা আসুন। যারা আসতে পারবেন না, তারা টিভিতে দেখুন, আমাদের ফেসবুক লাইভে দেখুন। আমি সবাইকে বলব, সাবধানে ও শান্তিপূর্ণ ভাবে নিজেরা নিজেদের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আসুন। এদিনের ভিডিও বার্তার সব শেষে শুধু নিজের দলই নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও শহিদ দিবসে আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সমস্ত রাজনৈতিক দল, প্রশাসন ও সব মানুষের কাছে আবেদন করব, আসুন, ২১ জুলাইকে প্রত্যক্ষ করুন। ২১ মানেই আন্দোলন, ২১ মানে ভাষা, ২১ মানে পথে স্বপ্ন, ২১ মানে দিশা। ২১ মানে নতুন ভোর, একুশই আমাদের মনের জোর, ২১ ফিরে আসুক বারবার।’ তাই একুশের মঞ্চ থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের যুদ্ধ শুরুর ঘোষণা দিতে পারেন মমতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct