দেবাশীষ পাল, মালদা, আপনজন: হবিবপুর ব্লক স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন ও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বুলবুলচন্ডী জি.এস.ভি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক সচেতনতা শিবির। এদিন বুলবুলচন্ডী জি. এস. ভি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে স্কুলের সভাকক্ষে বাল্যবিবাহ ও জন্মনিয়ন্ত্রণ সম্পর্কিত এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিন ছাত্র ছাত্রী নিয়ে বাল্যবিবাহ কানো করানো ঠিক না এবং কি সমস্যা হতে পারে এসব বিষয় নিয়ে এদিন ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা করা হয় এবং তাদের স্বাস্থ্য দপ্তর থেকে কোন সমস্যা হলে তাদেরকে স্বাস্থ্য দপ্তর হেল্পলাইন নম্বর দেওয়া হয়। স্বাস্থ্য বিষয় নিয়ে যে কোন সমস্যা জানাতে পারে ছাত্র ছাত্রীরা। এছাড়াও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বাল্যবিবাহ আইনত অপরাধ এরকম কোন ঘটনা চোখে পড়লে প্রশাসন তারা আইনতব্যবস্থা নিবে । উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক স্বাস্থ্য এবং শিক্ষা দপ্তরের প্রতিনিধিগণ, পুলিশ প্রশাসন এবং বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct