অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: রাস্তার দাবিতে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অবশেষে প্রধানের আশ্বাসে উঠে যায় ঘেরাও। স্বাভাবিক হয় পরিস্থিতি। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের অন্তর্গত ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নোয়াপাড়া এলাকার রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তার অবস্থা আরো করুন আকার ধারণ করে বর্ষার সময়। এলাকার স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে বেশ সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। অথচ রাস্তা তৈরির দাবিতে বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। অবশেষে এদিন গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তাদের একটাই দাবি এলাকার চলাচলের রাস্তাটি অতিসত্বর পাকা করে দিতে হবে পঞ্চায়েতকে। তাই সোমবার গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধান সারথি রায় কে দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ দেখায় এবং খুব তাড়াতাড়ি তাদের রাস্তা করে না দিলে আগামীতে আরো আন্দোলন করবে বলে জানান গ্রামবাসীরা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সমর লহরী জানান, রাস্তার দাবীতে বহুবার আমরা আবেদন জানিয়েছি পঞ্চায়েতের কাছে। কিন্তু কখনোই আমাদের কথা শোনা হয়নি। অথচ এই রাস্তাটি না থাকার জন্য আমাদের এলাকাবাসীদের বেশ সমস্যায় পড়তে হয় যাতায়াতের ক্ষেত্রে। তাই আজ আমরা পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে রাস্তার দাবীতে সরব হয়েছি। অন্যদিকে, এ বিষয়ে ব্রজ বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সারথি রায় জানান, কয়েক মাস আগে রাস্তার দাবিতে দরখাস্ত করেছিলেন এলাকাবাসীরা। কিন্তু তার আগেই আমাদের বাৎসরিক প্ল্যান তৈরি হয়ে গিয়েছিল। তাই আমরা সেই সময় তাদের পাড়ায় সমাধান প্রকল্পের মধ্যে দিয়ে রাস্তা তৈরীর বিষয়ে আবেদন করবার জন্য বলি। সেই মতো জেলা থেকে ব্লক স্তর হয়ে আমাদের কাছে সে রাস্তাটি তৈরি করবার বিষয়ে নির্দেশিকা এসেছে। ব্লক-সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদের এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। রাস্তার কাজ দ্রুত শুরু করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct