রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: বৃষ্টি চেয়ে বিয়ে, পালকিতে করে এল ব্যাঙ, পাতা পেড়ে ভোজ হরিহরপাড়ায়। ট্যাপা আর টেপীর বিয়ে। পালকিতে করে বিয়ে, হৈ হুল্লোড় ছাদনাতলা, খাওয়া দাওয়ার ব্যবস্থা। পাত্র পাত্রীর মাথায় সিঁদুর দান। সবই যেন বিয়ের ব্যবস্থা। মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদের উত্তর হরিহরপাড়ায় উৎসবের মেজাজ। জোরকদমে চলছে বিয়ের আয়োজন। রীতিমতো ছাদনাতলা তৈরি করে খাওয়া দাওয়ার আয়োজনও চলছে। গোটা গ্রামে হৈ হৈ, চলছে ব্যাঙের বিয়ের আয়োজন। গ্রামগঞ্জে আদিপ্রথা রয়েছে বৃষ্টি না হলে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়। আর সেই কারনে গ্রামের যুবকেরা অভিনব এই বিয়ের ব্যবস্থা করে। গ্রামের যুবকেরা গ্রামে ঘুরে ঘুরে চাল সংগ্রহ করে খিচুড়ি রান্না। তারপর পাত পেরে চলে বরযাত্রী থেকে কন্যাপক্ষ সকলের খাওয়ার ব্যবস্থা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct