নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: নিয়োগের দাবিতে সাংবাদিক সম্মেলন করলেন ২০১৭ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ পূর্ণ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা। ২০১৭ প্রাথমিক টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চ এর পক্ষ থেকে দাবি করা হয় তাদের প্যানেল এ কোনও কেস তথা আইনই জটিলতা নেই, সুতরাং মূখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তাদের দ্রুত নিয়োগ করা হোক।প্রসঙ্গত উল্লেখ্য মূখ্যমন্ত্রী কিছুদিন আগে এক সভা থেকে জানান যে প্রচুর চাকরি থাকা সত্ত্বেও কোর্ট কেসের জন্য নিয়োগ করতে পারছেন না। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেনশিক্ষাবিদ কাজী মাসুম আখতার। তিনি পূর্ণ প্রশিক্ষিত আইনই জটিলতা মুক্ত ২০১৭ র টেটে পাশ করা ৯৮৯৬ জন সকলকে দ্রুত নিয়োগের দাবি জানান।
প্রাথমিক টেট পরীক্ষার জন্য ২০১৭ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ফর্ম পূরণ করানো হয় ২৫০০০ ভাকান্সি পূরণের জন্য। প্রায় চার বছর পর ২০২১ সালে ৩১শে জানুয়ারি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার ঠিক এক বছর পর ২০২২ সালের ১০ই জানুয়ারি ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশিত এর প্রায় ছয় মাস পরেও এখনো পর্যন্ত নিয়োগের কোন রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। শুধু তাই নয়, ২০১৭ সালে ফর্ম ফিলাপ করার পরেও পরীক্ষা না নিয়ে চার বছর ধরে বঞ্চিত করে রাখার পরেও ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে পুনরায় ১৬৫০০ পদে নিয়োগ করা হয়। মোট পরীক্ষার্থীর মাত্র পাঁচ শতাংশ অর্থাৎ ৯৮৯৬জন পাশ করে। কিন্তু পাঁচটি বছর ২০১৭ টেট পাশ চাকরিপ্রার্থীরা চাকরি পায়নি বলে অভিযোগ। একজন চাকরিপ্রার্থী কারিমুল ইসলাম বলেন, মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের করুণ আবেদন, এবছরের শারদীয়ার আগে ৯৮৯৬ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তীব্র মানসিক যন্ত্রণা এবং বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিন।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct