আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের পশ্চির তীর অঞ্চল সফরের কয়েক দিন পর ৩০,০০০ বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইল। ফিলিস্তিন তাই সোমবার মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা বন্ধ করে দিতে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করে। মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রথম সফর শেষ করেন, যার মধ্যে ইসরা্িল, পশ্চিম তীর এবং সৌদি আরব অন্তর্ভুক্ত ছিল। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়েহ একটি ক্যাবিনেট বৈঠকে বলেছেন, বাইডেন এই অঞ্চলে তার সফর শেষ করার সাথে সাথেই দখলদার সরকার পশ্চিম তীরের বিভিন্ন অংশে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম ও রামাল্লাহ জেলায় শত শত ফিলিস্তিনি জমি দখল করে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে, যাতে ৩০,০০০ নতুন বসতি স্থাপন করা যায়। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মার্কিন প্রশাসনের কাছে ইসরাইলি প্রকল্প বন্ধে হস্তক্ষেপ করার ডাক দেন। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়েহ আরও বলেন, ইসরাইলকে অবিলম্বে রাষ্ট্রসংঘের রেজোলিউশনে দাবি করা সমস্ত নিষ্পত্তি কার্যক্রম বন্ধ করতে হবে, যাতে ফিলিস্তিনি জনগণের তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার রক্ষা করা যায়। শুক্রবার পশ্চিম তীরের শহর বেথলেহেমে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর বাইডেন বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধান ‘অনেক দূরে’। তবে তিনি দুই রাষ্ট্র সমাধানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, “১৯৬৭-এর পূর্ববর্তী লাইন বরাবর পারস্পরিক সম্মত অদল-বদল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct