আপনজন ডেস্ক: কলকাতার তিন প্রধানের অন্যতম মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এবার খেলতে আসছেন বেলগ্রেডের সুপারস্টার আবিওলা দাউদা। ইউরোপিয়ান লিগে ১৪০-এর বেশি গোল করা আবিওলা গ্রিস সুপার লিগ, স্কটিশ প্রিমিয়ারশিপ, তুরস্কের সুপার লিগে দাপিয়ে খেলেছেন। মহামেডানে সই করা তারকা নাইজেরীয় স্ট্রাইকার আবিওলা দাউদার বিপুল অভিজ্ঞতা রশাদার লিগে খেলার। শুদুমাত্র ইউরোপিয়ান লিগে আবিওলা ১৪০টিরও বেশি গোল করেছেন। তার ফুটবল কেরিয়ার শুরু গ্রাসরুট হাইল্যান্ডার্সের হয়ে যুব দলে খেলে। মাত্র ১৮ বছর বয়সে ভিক্টর ম্যাকডোনাল্ড নামে এক এজেন্টর দৃষ্টি আকর্ষণ হওয়ায় তার সহযোগিতায় সুইডেনের চতুর্থ ডিভিশনের সলভেসবার্গ গলফে সই করেন আবিওলান। ২০০৭-এ সুইডিশ সেই লিগের সেরা ফরোয়ার্ড হিসেবে খ্যাতি লাভ করেন। একাধিক আলভেনস্ক্যান ক্লাব তাকে সই করতে ঝাঁপিয়ে পড়েছিল।তবে তিনি যোগ দেন কালমার এফএফ-এ। কালমারে থাকার সময় সুইডিশ চ্যাম্পিয়নশিপ (২০০৮), সুইডিশ সুপার কাপ (২০০৯) এবং দু-বার সুইডিশ কাপের রানার্স হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এরপর ২০১৩ সালে চলে আসেন জেলেন সুপার লিগায় বিখ্যাত রেড স্টার বেলগ্রেডের হয়ে খেলতে। ডাচ লিগের বিখ্যাত এরিডিভিসেতেও তিনি খেলেন। তারপরে যান স্কটিশ প্রিমিয়ারশিপের হার্ট অফ মিডলোথিয়ানে। ২০১৬-১৭ মরশুমে গ্রিক সুপার কাপে পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন। সুপার লিগে ৯ গোল করে দলকে চতুর্থ স্থানে ফিনিশ করতেও সাহায্য করেছিলেন। এরপরে গ্রিক সুপার লিগে এইএল এবং পেনটোলিকসের হয়ে খেলার আগের এক মরশুম কাটান তুরস্কের সুপার লিগে জিরেসুনস্পরের হয়ে। ২৮ ম্যাচে ১২ গোল করেন তুরস্কে। এপোলো সিমির্নিসে সর্বশেষ খেলতেন। তার তিনি সই করলেন কলকাতার মহামেডান স্পোর্টিংয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct