আপনজন ডেস্ক: ডোকলাম মালভূমি থেকে ৯ কিলোমিটার পূর্বে নির্মিত একটি চিনা গ্রাম, যেখানে ২০১৭ সালে ভারত ও চিনা বাহিনী মুখোমুখি হয়েছিল। সেখানে এখন পুরোপুরি বসবাস হচ্ছে যখানকার প্রায় প্রতিটি বাড়ির দোরগোড়ায় গাড়ি পার্ক করা রয়েছে। এমন স্যাটেলাইট চিত্র তুলে ধরেছে এনডিটিভি। তাৎপর্যপূর্ণভাবে, বেইজিং যে গ্রামকে পাংদা বলে ডাকে সেই গ্রামটি ভুটানের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। পাংদার পাশাপাশি ভুটানের ভূখণ্ডে ১০ কিলোমিটার দূরে আমো চু নদীর তীরে একটি সুশৃঙ্খলঅল-ওয়েদার ক্যারেজওয়ে চিহ্নিত হয়েছে যা ভুটানে চীনের বিস্তৃত ভূমি-দখলের অংশ। এখান থেকে ডোকলাম মালভূমিতে একটি কৌশলগত নিয়ন্ত্রণের সুযোগ পেতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct