আপনজন ডেস্ক: রাশিয়ার টানা পাঁচ মাসের সামরিক আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেন। পশ্চিমা অস্ত্র হাতে নেয়ার পরও কোনো কৌশলেই মস্কোকে থামাতে পারছে না কিয়েভ। এ পরিস্থিতিতে বিশ্বাসঘাতকতার অভিযোগে ইউক্রেনের প্রভাবশালী গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে দেশটির শীর্ষ স্টেট প্রসিকিউটরকেও বরখাস্ত করেছেন তিনি। সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইউক্রেনের প্রভাবশালী অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান এবং দেশের শীর্ষ প্রসিকিউটর জেনারেলকে রোববার তাদের পদ থেকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই দুই সংস্থার কর্মকর্তারা রুশ হামলায় সহযোগিতা করছেন এমন বহু অভিযোগের উদ্ধৃতি দিয়ে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আরো জানা গেছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ প্রধান ইভান বাকানভকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলেও তিনি মূলত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শৈশবের বন্ধু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct