আপনজন ডেস্ক: তেহরানে পার্কে কুকুর নিয়ে হাঁটা যাবে না। এটাকে অপরাধ বলে ঘোষণা করেছে ইরানের পুলিশ। জনসাধারণের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এ বিধিনিষেধ প্রয়োজনীয় বলেও ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইরানের পার্লামেন্টও শিগগিরই একটি বিল অনুমোদন করতে যাচ্ছে। তাতে গোটা ইরানে কুকুর, বিড়ালের মতো পোষা প্রাণী রাখা অপরাধ হয়ে যাবে। প্রস্তাবিত আইনের বিধান অনুসারে, পোষা প্রাণীকে কেবলমাত্র তখনই বাড়িতে রাখা যাবে যদি এর জন্য গঠিত বিশেষ কমিটির কাছ থেকে অনুমতি নেওয়া হয়। এ আইন অনুসারে, বিড়াল, কচ্ছপ, খরগোশের মতো অনেক প্রাণীর আমদানি, বিক্রয়, পরিবহন ইত্যাদির জন্য ন্যূনতম ৪০০ মার্কিন ডলার জরিমানাও করা যেতে পারে। এতদিন ইরানের গ্রামগুলোতে কুকুর পালন সবসময়ই খুবই সাধারণ একটি বিষয় ছিল। কিন্তু ধীরে ধীরে শহুরে জীবনধারাতেও সেটি খুবই পরিচিত দৃশ্য হয়ে ওঠে। যদিও তেহরানের পশুচিকিৎসক আশকান শেমিরানি বলেন, 'কুকুর পোষা নিয়ে কথনও আলাদ করে কোনো নিয়ম ছিল না। কুকুর নিয়ে হাঁটলে বা গাড়িতে কুকুর রাখলে পুলিশ গ্রেপ্তার করছে। পুলিশ এটা করছে, কারণ পুলিশ মনে করে, এই কুকুর পোষার বিষয়টা পশ্চিমাকরণের লক্ষণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct