আপনজন ডেস্ক: সংসদের বাদল অধিবেশন শুরুর দিনেই অনুষ্ঠিত হল দেশের রাষ্ট্রপতি নির্বাচন। আজ সোমবার সংসদ ভবনসহ দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভবনে লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২১ জুলাই হবে ভোট গণনা। সেদিনই ঘোষিত হবে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি কে হবেন দ্রৌপদী মুর্মু না যশবন্ত সিনহা। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে ২৫ জুলাই। নতুন রাষ্ট্রপতি ওই দিনই শপথ নেবেন। এ পর্যন্ত যা খবর, তাতে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী দ্রৌপদী মুর্মু। ওড়িশার সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ করা ৬৪ বছর বয়সী এই উপজাতি রাজনীতিক এবং ঝাড়খন্ডের প্রাক্তন রাজ্যপাল অন্তত ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে চলেছেন বলে সংবাদমাধ্যমগুলির অনুমান।
দ্রৌপদী মুর্মুর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিরোধীদের প্রার্থী দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ও বিজেপির একসময়কার শীর্ষ নেতা যশোবন্ত সিনহাকে। অটল বিহারি বাজপেয়ী মন্ত্রিসভার এই প্রাক্তন সদস্য পরবর্তীকালে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে যশবন্ত সিনহা বলেন, এ লড়াই আদর্শের। দেশের সংবিধান ও ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষার জন্যই তিনি আসরে অবতীর্ণ। অন্যদিকে, রাজ্য বিধানসভায় বিধায়ক ও সাংসদরা রাষ্ট্রপতি ভোটে অংশ নেন। ভোট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক মুকুল রায় জানিযে দেন তিনি ভোট দিয়েছেন যশবন্ত সিনহাকে। মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছেন, বহু বিজেপি বিধায়ক যধবন্ত সিনহাকে বোট দেবেন। তাই পশ্চিমবঙ্গ থেকে ঐতিহাসিক লিড দেব যশবন্ত সিনহা। উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চল বাদ দিয়ে এবার মোট বিধায়কের ভোটমূল্য ৪ হাজার ১২৩। লোকসভা ও রাজ্যসভার সদস্যদের ভোটমূল্য ৭০৮।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct