আপনজন ডেস্ক: একটি বালিশের দাম ৫৭ হাজার ডলার। ভারতীয় টাকায় যা প্রায় ৪৫ লাখ টাকা। নেদারল্যান্ডসে বিক্রি হচ্ছে সেই বালিশ। এটি বিশ্বের সবচেয়ে দামি বালিশ বলা হচ্ছে। বালিশটি তৈরি করেছেন নেদারল্যান্ডসের থিজস ভন ডার হিল্টস। পেশায় তিনি কাঁধ ও গলা বিশেষজ্ঞ এবং নকশাকার। জানা গিয়েছে,বালিশটির নাম দেওয়া হয়েছে টেইলরমেড পিলো। বলা হচ্ছে, এটা খুবই বিশেষ ও আধুনিকমানের বালিশ। মিসরের তুলা, মালবেরি সিল্ক ও নেদারল্যান্ডসে তৈরি করা দূষণমুক্ত ফোম ব্যবহার করা হয়েছে বালিশটি তৈরিতে। ওই বালিশে ২৪ ক্যারেটের সোনা, চারটি হীরা ও ২২ দশমিক ৫ ক্যারেটের নীলকান্তমণি ব্যবহার করা হয়েছে। বালিশটি বানাতে ব্যবহার করা তুলা রোবটচালিত কারখানা থেকে নিয়ে আসা হয়েছে। বালিশটি যে প্যাকেটে ভরে ক্রেতাকে দেওয়া হবে, সেটাও আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা। এই বালিশটি বানাতে ১৫ বছর সময় লেগেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct