সম্প্রীতি মোল্লা , আসানসোল, আপনজন: গত রবিবার আইসিএসই-র দশম শ্রেণির ফলাফল প্রকাশে রাজ্যে ৯৯.৬০ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে রাজ্যে ৯ জন পড়ুয়া। এই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের আলিয়া রাফাত। আসানসোলের অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের ছাত্রী আলিয়া ৫০০ নম্বরের মধ্যে পেয়েছে ৪৯৮।আসানসোলের ইসমাইল ষষ্ঠীনগরের বাসিন্দা আলিয়ার রেজাল্ট নিয়ে খুশি এলাকার বাসিন্দারা।সংখ্যালঘু মধ্যবিত্ত পরিবার থেকে আলিয়া রাফাতের এমন ফলাফল চমকে দিয়েছে গোটা শিল্পাঞ্চলবাসীকে । তার প্রাপ্ত নম্বর ৯৯.৬ শতাংশ । গত রবিবার আইসিএসই রেজাল্ট বেরোতেই একের পর এক চমক দেখা যায় ।আসানসোল এজি চার্চ স্কুলের ছাত্রী আলিয়া রাফাত একই নম্বর পেয়ে দেশের মেধা তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থান অধিকার করেছে । আসানসোলের ইসমাইল এলাকার মধ্যবিত্ত পরিবারের ছাত্রী আলিয়া । বাবা আফসর আলম কুলটির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । মা গৃহবধূ ।আইসিএসই'তে মেধা তালিকায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আসানসোলের ছাত্রী।বাবা আফসর আলম জানান , -" আমরা একেবারেই মধ্যবিত্ত পরিবার । । আমাদের কাছে এই দিনটি ঈশ্বরের আশীর্বাদ হয়ে এল ।" আলিয়া জানায়, -' সিলেবাসের পড়া খুব ভালো করে পড়লে এমন ফলাফল করা যায় । স্কুলের প্রচণ্ড সহযোগিতা পেয়েছি । গৃহশিক্ষকদেরও খুব সহযোগিতা ছিল । পড়ার ফাঁকে ছবি আঁকতাম, গল্পের বই পড়তাম । পড়ার কোনও নির্দিষ্ট সময় ছিল না । যখন ইচ্ছে হত পড়তাম" । আগামীদিনে চিকিত্সক হতে চায় আলিয়া । সে কারণে একদিকে যেমন বার্নপুরের রিভার সাইড স্কুলে ভর্তি হয়েছে, পাশাপাশি দুর্গাপুরের একটি বেসরকারি কোচিং সেন্টার থেকে মেডিক্যাল এন্ট্রান্সের জন্য প্রশিক্ষণও নিচ্ছে । আত্মবিশ্বাসী আলিয়া রাফাত জানিয়েছে, চিকিত্সক হয়ে দেশের সেবার কাজে লাগতে চায় সে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct