সুব্রত রায়, কলকাতা, আপনজন: দেশের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজ্য বিধানসভাতে ব্যস্ততা একেবারে তুঙ্গে। ভোট দিতে একে একে হাজির হন বিধায়ক ও সাংসদরা। শাসকদলের সাংসদ ও বিধায়ক মিলে মোট ২৫৪ জন ভোটার। বিজেপির হাতে রয়েছে ৭০ জন বিধায়ক এবং কার্যত ১৬ জন সাংসদ। রবিবার রাতে বিজেপির বিধায়ক ও সাংসদের নিউটাউনের একটি হোটেলে রাখা হয়েছিল। সেখান থেকেই বাসে করে বিধানসভায় আসেন তারা। ভোট দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমাবার বিধানসভায় দেখা গেল এক অন্য চিত্র। কোন হইহট্টোগোল নেই। একেবারে খোশ মেজাজে রয়েছেন সাংসদ ও বিধায়করা। একে অপরের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠলেন তাঁরা। আজ যেন কোন রেষারেষি নেই। একে অন্যের সঙ্গে চলছে দেদার সেলফি তোলা, খুনসুঁটি। কিন্তু মুখে হাসি থাকলেও বগলে ইট নিয়ে আছেন প্রত্যেকে। লাইনে দাঁড়িয়ে চলল ব্যক্তিগত পরিবারের খোঁজখবর নেওয়ার পালাও। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিদের এক অন্য চিত্র ধরা পরল রাজ্য বিধানসভায়। শাসক-বিরোধী প্রত্যেকে প্রহর গুণছেন। ২১ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা। ২১ জুলাই দিল্লির মসনদ দখল করে কে, যশবন্ত সিনহা নাকি দ্রৌপদী মূর্মূ?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct