নিজস্ব প্রতিবেদক, মগরাহাট, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে শতাব্দী প্রাচীন মগরাহাট মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশনে আজ সোমবার টিফিনের সময় হঠাৎ ছাদ ভেঙে নিচে পড়ে বেশ কয়েকজন ছাত্র আহত হয় । এই ঘটনার পরে স্কুল চত্বরে ছাত্র-শিক্ষকরা স্তম্ভিত হয়ে ওঠে। উল্লেখ্য, ১৮৫০ সালে তৈরি এই পুরানো ঐতিহাসিক স্কুল দক্ষিণ ২৪ পরগনা তথা পশ্চিমবাংলায় ব্রিটিশ স্কুল নামে খ্যাতনামা অর্জন করে এসেছে। দীর্ঘদিনের এই পুরানো স্কুলের পরিকাঠামো একদম বেহাল দশা।আর সেই স্কুল দুর্ঘটনার কবলে পড়ল আছ। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্য পাঁচ ছাত্রের মাথায় ছাদ ভেঙে পড়ে বিপত্তি। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুলের পূর্ব দিকের রুম টি খারাপ অবস্থার কারণে ছাত্রদেরকে বিশেষভাবে বারণ ছিল তারা যাতে স্কুলের পূর্ব দিকে কামরায় কেউনা প্রবেশ করে। কিন্তু বেশ কয়েকটি ছাত্র দুপুরের টিফিন নিয়ে স্কুলে পূর্বদিকের কামরায় গিয়ে উপস্থিত হয় সেই মুহূর্তে আচমকাই ছাদ ভেঙে পড়ে যায় তাদেরকে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সানোয়ার শেখ নামে একজন অষ্টম শ্রেণীর ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ডহারবার হসপিটালের স্থানান্তরিত করে। যদিও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানভীর হোসেন বলেন এই বিষয় নিয়ে বারেবারে কর্তৃপক্ষকে জানানো হয়েছে কোন সুরাহা হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct