দেবাশীষ পাল, মালদা, আপনজন: দিনে এবং রাতে দুই রঙের টোটো এবং ই- রিকশা বিভক্ত করে দিল্লি মডেলের আদলে চলবে না মালদায়। ইংরেজবাজার পুরসভার এই সিদ্ধান্তকে কার্যত অনার্য্য বলে দাবী করেছেন মালদা জেলা ব্যাটারি চালিত ই- রিক্সা ড্রাইভার এন্ড অপারেটারস এসোসিয়েশন। রবিবার সকালে মালদা শহরের দুই নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার একটি মাঠে শতাধিক ই- রিকশা এবং টোটো চালকেরা জমায়েত হয়ে ইংরেজবাজার পুরসভা ও প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে চরম আপত্তি জানিয়েছেন। সেখানেই এদিন নানান দাবি নিয়ে ওই সংগঠনের পক্ষ থেকে একটি আলোচনা সভা করা হয়। আগামীতে দিল্লি মডেলের মতো মালদা শহরে ই- রিকশা এবং টোটো চালানোর সিদ্ধান্ত নেওয়া হলে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্দোলন করবে চালকেরা বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকেই ই - রিক্সা এবং টোটো চালকদের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct