নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: অপহৃত এক ইঞ্জিনিয়ারকে উদ্ধার করল হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। শনিবার রাতে বাগুইআটি থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয়েছে ৭ জন অপহরণকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ডোমজুড়ের কোলোরা এলাকার বাসিন্দা ভাস্কর মাঝি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। তিনি উলুবেড়িয়ার এক বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। শনিবার সকালে ওই কোম্পানির নগদ ১০ লাখ টাকা পেমেন্ট নিয়ে তিনি বাগুইআটিতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই তাঁকে আটকে রাখা হয়। বাড়িতে স্ত্রীকে ফোন করে বলা হয় ভাস্কর যে টাকা নিয়ে এসেছেন সেগুলো জাল নোট। তাই অবিলম্বে ২ লাখ টাকা নিয়ে এলে তবেই তাঁকে ছাড়া হবে। এরপর অপহরণকারীরা তাঁর স্ত্রীর কাছে অ্যাকাউন্ট নম্বর পাঠায়। তাঁর স্ত্রী ওই অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠায়। পরে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের গোটা ব্যাপারটা খুলে বলেন। অপহরণকারীরা ভাস্কর মাঝির বাড়িতে টাকা সংগ্রহের জন্য একজন লোক পাঠায়। দাবিমতো নগদ টাকা না দিতে পেরে ওই ইঞ্জিনিয়ারের পরিবারের লোকজন জমির দলিল দেবেন বলে প্রাথমিকভাবে ঠিক করেন। এবিষয়ে তাঁরা কোনা মোড়ের কাছে অপহরণকারীদের এক সঙ্গীর সঙ্গে কথাও বলেন। অপহরণকারীরা আগে জমির দলিল হাতে পেয়ে তবে ওই যুবককে ছাড়বে বলে জানালে তখন বেঁকে বসেন পরিবারের লোকজন। এরপরই তাঁরা ওই যুবককে হাতেনাতে ধরে ডোমজুড় থানার পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। ডোমজুড় থানার টিম অভিযানে নামে। এরপর বাগুইআটি থেকে উদ্ধার করা হয় ওই ইঞ্জিনিয়ারকে। ধৃত সাতজনকে রবিবার হাওড়া আদালতে তোলা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে অপহরণের মামলা শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে কোনও চক্র জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct