অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বালুরঘাট এবং সংলগ্ন এলাকায় প্রখর দাবদাহ চলছে। বালুরঘাটের পাশেই অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন। সেখানকার ছাত্র - ছাত্রীদের বালুরঘাটে বিভিন্ন কাজে যাওয়া আসা করতে হয়। এইসময় প্রবল রোদ - গরমে তাদের হচ্ছে ভয়ংকর রকমের অসুবিধা। তাই তারাই এবার বৃক্ষরোপন করলো বালুরঘাট -অযোধ্যা রাস্তায়। বনমহোৎসব উপলক্ষ্যে এই উদ্যো পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্পের। ষষ্ঠ শ্রেণীর রিমি মন্ডল, নবম শ্রেণীর বৃষ্টি মন্ডল, মিত্রা দেবনাথ,সোমা দেবনাথ,তনা সিংহ, জিৎ লোহার, সুজয় লোহার,কাজল লোহার, দশম শ্রেণীর মৌ দেবনাথ, নিত্য মানস, শুভরা মেহগনি বৃক্ষের চারা রোপণ করলো রাস্তার দুধারে। উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দিশারী সংকল্পের সম্পাদক তুহিন শুভ্র মন্ডল, সভাপতি অমল বসু, সনাতন প্রামাণিক। এছাড়াও ছিলেন বিট অফিসার নিখিল ক্ষেত্রী। এদিন ছাত্র -ছাত্রীরাই গাছ বাঁচিয়ে রাখার অঙ্গীকার গ্রহণ করে। উদ্যোক্তাদের পক্ষে তুহিন শুভ্র মন্ডল জানান, এর আগেও এই রাস্তায় তাল গাছের চারা রোপণ করা হয়েছিল। যে অংশে গাছ লাগানো হলো সেখানে আগে অন্য গাছ ছিল। ঝড়ে পড়ে গিয়েছে। প্রচন্ড রোদ লাগে। তার হাত থেকে বাঁচতে, ছাত্র - ছাত্রীদের যাতে অসুবিধা না হয় সেই কারণে ওদের দিয়েই গাছ লাগানো হলো। উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা আমরা করেছি। ছাত্র - ছাত্রীরা গাছের বন্ধু হিসেবেই পরিবেশ রক্ষা করবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct