সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: একুশে জুলাইয়ের সমাবেশের আগে ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে। এক কংগ্রেস কাউন্সিলরকে দলে যোগ দেওয়ানো নিয়ে দলের সাংগঠনিক জেলা সভাপতি ও ‘দলবদলু’ বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে লিলেন তৃণমূলের বিষ্ণুপুর টাউন সভাপতি সুনীল দাস স্বয়ং। প্রসঙ্গত, বিগত পৌর নির্বাচনে ১৯ টি ওয়ার্ড বিশিষ্ট বিষ্ণুপুর পৌরসভার তিনটি আসনে ‘নির্দল’ ও একটি করে আসনে জয়ী হয় কংগ্রেস ও বিজেপি। বোর্ড গঠন করে তৃণমূল। ৪ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী শ্রীকান্ত বন্দ্যোপাধ্যায়কে শনিবার দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখার্জী ও বিজেপির টিকিটে জয়ী হয়ে তৃণমূলে ফিরে আসা বিধায়ক তন্ময় ঘোষের উপস্থিতিতে নিজেদের দলে যোগ দেওয়ানোর চেষ্টা হলে দলের মধ্যেই বিরোধ চরমে ওঠে। এই ঘটনার প্রতিবাদ জানান অনেকেই। বিষ্ণুপুর টাউন তৃণমূল সভাপতি সুনীল দাসের দাবি, তাকে না জানিয়েই ‘দলবদলু’ বিধায়কের নির্দেশেই এই কাজ হচ্ছে। শুধুমাত্র শ্রীকান্ত বন্দ্যোপাধ্যায় নয়, অন্যদেরও তৃণমূলে যোগ দেওয়ার সুযোগ দিতে হবে। এই বিষয়টি তিনি দলের উচ্চ নেতৃত্বের নজরে এনেছেন বলে তিনি জানান।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখার্জী এপ্রসঙ্গে বলেন, কংগ্রেস কাউন্সিলর শ্রীকান্ত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের আবেদন তিনি ‘কলকাতায় পৌঁছে দেবেন’। সিদ্ধান্ত নেবেন উচ্চ নেতৃত্ব। তবে শ্রীকান্ত বন্দ্যোপাধ্যায় যেহেতু কংগ্রেসের কাউন্সিলর তাই তার বিষয়টি দল আলাদা চোখে দেখছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে বিষ্ণুপুর সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিলেশ্বর সিংহ বলেন , তৃণমূল কংগ্রেসের এটা নতুন কিছু নয় এভাবেই দলটা শেষ হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct