মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান সংস্কৃতি সভা ঘরে এনএক্সচার হলে পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের উদ্যোগে একুশে জুলাই কে উদ্দেশ্য করে বিশেষ সভা অনুষ্ঠিত হল। তৃণমূল মাইনোরিটি সেলের পূর্ব বর্ধমানের সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমানের জেলা কমিটির গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা এবং বিভিন্ন ব্লকের মাইনোরিটি সেলের সভাপতিরা উপস্থিত ছিলেন। আশরাফ উদ্দিন বলেন, একুশে জুলাই একটি আবেগ। বেশি বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে কলকাতায় এই সমাবেশে অংশগ্রহণ করে সেই উদ্দেশ্যে এই সভা। কেন্দ্রের ভ্রান্ত সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের বিরোধিতা থাকবে। সিপিএম সরকারের পুলিশের অত্যাচারে যে ১৩ জন শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে কলকাতা এই সভাকে সাফল্যমন্ডিত করতে হবে। এই সভায় পূর্ব বর্ধমান তৃণমূল মাইনোরিটি ছেলের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা পাঞ্জাবি সম্প্রদায়ের প্রতিনিধি মহেন্দ্র সিং সালুজা, রণদীপ ভুতেরিয়া, খন্দকার ফজলুর রহমান , ইমরান কাইয়ুম ,সাইফুদ্দিন চৌধুরী , তৃণমূল মাইনোরিটি সেলের সাধারণ সম্পাদিকা জাহানারা বেগম, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct