আপনজন ডেস্ক: বিজেপি উপরাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরকে প্রার্থী নাম ঘোষণার পর এখন বিরোধীরাও তাদের প্রার্থী ঘোষণা করেছে। কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা বিরোধী পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। রবিবার এই ঘোষণা করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। মূলত কর্নাটকের, আলভা গোয়ার রাজ্যপাল ছিলেন। ৮০ বছর বয়সী আলভা মঙ্গলবার তার মনোনয়নপত্র জমা দেবেন, যা ৬ আগস্ট নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। এনডিএ জোট উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে পশ্চিমবঙ্গের রাজপাল জগদীপ ধনকরকে। অন্যদিকে মার্গারেট আলভা টুইট করে ঐক্যবদ্ধ বিরোধীদের ধন্যবাদ জানিয়েছেন।তিনি লিখেছেন যে তিনি খুব সম্মানিত বোধ করছেন। তিনি বলেন, বিরোধী দলগুলি তার উপর যে আস্থা রেখেছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং সর্বান্তকরণে মনোনয়ন গ্রহণ করছি। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) সভাপতি শরদ পাওয়ারের বাসভবনে ১৭টি বিরোধী দলের নেতাদের বৈঠকে আলভাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই ঘন্টার বৈঠকের পরে শরদ পাওয়ার দুই ঘন্টার বৈঠকের পরে ঘোষণা করেন সর্বসম্মতিক্রমে মার্গারেট আলভাকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য যৌথ প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলভা মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন। শরদ পাওয়ার জানান, তিনি এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি সভায় ব্যস্ত থাকায় কথা বলতে পারেননি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছেন শরদ পাওয়ার।
এনসিপি প্রধান বলেছেন যে অরবিন্দ কেজরিওয়াল কয়েকদিন আগে যশবন্ত সিনহার পক্ষে সমর্থন ঘোষণা করেছেন। তিনি মার্গারেট আলভাকেও সমর্থন জানাবেন। আপ ও তৃণমূল কংগ্রেস সমর্থন জানালে আলভা হবেন ১৯টি দলের জোট প্রার্থী। উল্লেখ্য. মার্গারেট আলভা কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। ৮০ বছর বয়সী আলভা গোয়া, গুজরাট, রাজস্থান এবং উত্তরাখণ্ডের রাজ্যপাল ছিলেন। আলভার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। কংগ্রেস সাংসদ থাকাকালীন তিনি চারবার কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রীও হয়েছেন। কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা ১৯৭৪ সালে প্রথমবারের মতো এমপি হন। তিনি রাজ্যসভা ও লোকসভায় মোট পাঁচবার সংসদ সদস্য ছিলেন। ১৯৯৯সালে তিনি উত্তর কন্নড় থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন। সংসদ সদস্য হিসেবে তিনি নারী কল্যাণে অনেক আইন পাশ করতে কার্যকর ভূমিকা পালন করেন। কংগ্রেস সরকারে নারীর ক্ষমতায়ন সংক্রান্ত নীতি প্রণয়ন ও পাস করার ক্ষেত্রে আলভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উত্তরাখণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হন। কেন্দ্রে ইউপিএ সরকারের সময় ২০০৯-এর ৬ আগস্ট তাকে উত্তরাখণ্ডের রাজ্যপাল করা হয়েছিল।একজন মহিলার পক্ষে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য তিনি ২০১২ সালে মার্সি রবি পুরস্কারে ভূষিত হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct