সুব্রত রায়, কলকাতা, আপনজন: খাদ্য ভবনে খাদ্য সাথী নিয়ে সেমিনার অনুষ্ঠিত হলো শনিবার। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, কেন্দ্রে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাইছেন। ভারতবর্ষে খুব শীঘ্রই ‘সিভিল ওয়ার’ শুরু হবে। যে পথে দেশ এগোচ্ছে তাতে খাদ্য সংকট দেখা দেবে। গোটা দেশের সব রাজ্যের মানুষের উচিত এই মুহূর্তে এগিয়ে এসে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে একত্রিত হওয়া। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যেভাবে বিবাদ ও সংঘাত চলছে তা কাম্য নয়। বনমন্ত্রী অভিযোগ করেন রাজ্যের ৯৭০০০ কোটি টাকার দেনা কিন্তু তারপরেও কেন্দ্র রাজ্যের পাওনা গন্ডা মেটাচ্ছে না কারণ মুখ্যমন্ত্রী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ গাছের চারা লাগানো হচ্ছে। এই কথা জানিয়ে বনমন্ত্রী বলেন, সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার ,কুমির ও কচ্ছপকে রক্ষা করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুন্দরবনকে ঘিরে যে ১২০ টি দ্বীপ আছে সেখানকার মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মোট ১৫ কোটি ৫৪ লক্ষ ম্যানগ্রোভ গাছের চারা লাগানো হয়েছে। তবে যদি সাইক্লোন বা বড় ঝড় না হয়, তাহলে ওই গাছের চারাগুলি বেঁচে যাবে। পুজোর পরেই বন দপ্তরের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে জঙ্গল সংলগ্ন বিভিন্ন গ্রামগুলিতে সচেতনতা ক্যাম্প শুরু হবে। বন্য পশুপাখিদের রক্ষা করার পাশাপাশি, তাদের যাতে কেউ আক্রমণ না করে ও জঙ্গলের গাছ যাতে কেউ কেটে না ফেলে, সেই প্রচার করা হবে ওই ক্যাম্পগুলিতে।
তিনি আরো বলেন ,গত কয়েকদিন আগে কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করা হয় বিরল প্রজাতির একাধিক কচ্ছপ। এগুলি অন্যত্র চড়া দামে পাচার করার উদ্দেশ্যেই চুরি করে আনা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। একদিকে যেমন কাঠের চোরা চালানো রুখতে বনদপ্তর এবং রাজ্য পুলিশ যৌথভাবে তৎপর। তেমনি একাধিক কাঠ বোঝাই ট্রাক ইতিমধ্যে আটক করা হয়েছে ও তাদেরকে কোর্টে প্রডিউস করার মাধ্যমে গাড়ি শুদ্ধ কাঠ বোঝাই ট্রাক অকশন করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct