সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: গতকাল ১৪ ই জুলাই থেকে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ পালন কর্মসূচি। সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ সহ সচেতনতা মূলক নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুরূপ ভাবে আজ ১৫ জুলাই শুক্রবার পশ্চিম বঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের অধীনে আদমি প্রকল্পের উদ্যোগে এবং জল ব্যবহারকারী সমিতি সমূহের ব্যবস্থাপনায় অরন্য সপ্তাহ কর্মসূচি পালন করা হয় রাজনগর ব্লকের পদমপুর গ্রামে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে কচিকাঁচার দল সহ পুরুষ ও মহিলাদের নিয়ে একটি শোভযাত্রা স্থানীয় গ্রাম পরিক্রমা করে।মঞ্চে উপস্থিত অতিথিগন গাছের গুরুত্বপূর্ণ অবদান তথা গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত ভাবে আলোকপাত করেন। এছাড়া গাছ কাটা সম্পর্কে আইনের দিকগুলো তথা জরিমানা ও সাজা সংক্রান্ত দিকগুলি তুলে ধরেন চন্দ্রপুর থানার পুলিশের পক্ষ থেকে। প্রতিকী স্বরূপ স্থানীয় ক্লাবের পাশে বৃক্ষ রোপণ করা হয় উপস্থিত বিশিষ্টজনদের হাত দিয়ে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্ব বিজয় মার্ডি,চন্দ্রপুর থানার পিএস আই অভিষেক হালদার, জেলা জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের একজেকিউটিভ ইঞ্জিনিয়ার সমর ভৌমিক, আদমি প্রকল্পের জেলা আধিকারিক দেবাশীষ মন্ডল, আদমি প্রকল্পের টিম লিডার তন্ময় চ্যাটার্জী ও মাঠ কর্মী পিন্টু লাহা প্রমুখ।। উল্লেখ্য এদিন অনুষ্ঠানে উপস্থিতদের হাতে ও গাছের চারা তুলে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct