সুব্রত রায়, কলকাতা, আপনজন: একুশে জুলাই উলুবেড়িয়াতে সভা করার অনুমতি পেল না পদ্মশিবির। বিজেপির সভা করার অনুমতি নস্যাৎ করল প্রশাসন। শহীদ স্মরণে ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে ঘাসফুল। বিজেপি অরাজকতা তৈরি করার জন্য ওইদিনই সভা করতে চেয়েছে। রাজ্যে উত্তেজনা ছড়াতে চাইছে বিরোধী। বেগতিক বুঝে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে বললেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপিকে টিপ্পুনী কেটে ফিরহাদ বলেন, যে দল অসভ্য ,বর্বর তাদের কাছে সৌজন্যতার রাজনীতি আশা করা যায় না। যারা মানুষের মধ্যে বিভেদ করিয়ে দাঙ্গা করে, তাদের কাছে সৌজন্যতা আশা করা যায় না। অনুমতি না দিয়ে পুলিশ ঠিক করেছে। অন্যদিকে, আদালত প্রসঙ্গে ফিরাদের মন্তব্য, বিজেপি কোর্টে যেতে চাইলে যেতেই পারে, কিন্তু কোর্ট কখনই তাদের এই আবদার মেনে নেবে না। কোর্ট কখনোই নৈরাজ্য সৃষ্টি বা যাতে উত্তেজনা তৈরি হতে পারে এমন কিছুকে সমর্থন করবে না। রাজ্যে ফের ঘটেছে শ্যুট আউটের ঘটনা ও ভাটপাড়া প্রসঙ্গে পরিবহন মন্ত্রী ও মেয়র বলেন, বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তেজনা তৈরি করছে। এটা আজ নয় স্বাধীনতার আমল থেকে এটাই করে আসছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct