নাজিম আক্তার, চাঁচল, আপনজন: যাত্রী তোলাকে কেন্দ্র করে মিনি বাস ও টোটো চালকদের মধ্যে হাতাহাতি। এক মিনি বাসের গাড়ির চালককে মারধরের অভিযোগ টোটো চালকদের বিরুদ্ধে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিনি বাস চালকদের। ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদহের চাঁচলের ৮১ নম্বর জাতীয় সড়কের পিডব্লুডি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার চাঁচলের মহানন্দা পুরের স্বরূপগঞ্জে যাত্রী তোলাকে কেন্দ্র করে এক টোটো চালক মিনি বাস চালককে গালি গালাজ ও পরে মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনায় গুরুতর ভাবে জখম হন ওই মিনি বাস চালক। শুক্রবার এই ঘটনার প্রতিবাদে চাঁচলের মিনি বাস চালকেরা বাস বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন। চাঁচল-হরিশ্চন্দ্রপুর রুটের ৮১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ দেখান তারা।ঘণ্টা খানেক বিক্ষোভ দেখানোর পর ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ ও ট্রাফিক ওসি।অবরোধ তুলে পরিস্থিতি স্বাভাবিক করে। এই অটো ও ম্যাক্সি ইউনিয়নের সম্পাদক সুমন পাল চৌধুরী বলেন, চাঁচলে আমাদের এক মিনিবাস চালক যাত্রী তুলেছিল এলাকার এক টোটো চালক সেই যাত্রীকে বাস থেকে নামিয়ে নিজের টোটোতে ওঠান, এই ঘটনার প্রতিবাদ করে। তখনই ওই টোটো চালক আমাদের ওই বাস চালক কে মারধর করে। প্রায়শই টোটো চালকেরা যাত্রী তোলাকে কেন্দ্র করে আমাদের মিনি বাস চালকের দের মারধর ও গালিগালাজ করে। এই নিয়ে আমরা বহু বার পুলিশ প্রশাসন কে বিষয়টি জানিয়েছি কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেইনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct