বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: শুক্রবার থেকে বুস্টার ডোজ দেওয়ার সুবিধা পাবেন ১৮ বছর বয়সী ও তার উর্দ্ধরা। এতদিন পর্যন্ত করোনা মোকাবিলায় প্রথমসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। আজ সকাল থেকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে বুস্টার ডোজ নিতে মানুষের ভিড় দেখা যায়। উপস্থিত ছিলেন ড: দেবাশিস রায় সি,এম,ও,এইচ ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা। এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ডেপুটি সুপারিনটেনডেন্ট সুপ্রিম সাহা,মহকুমা শাসক রঞ্জন ঘোষ, এস ডি আই সিও ব্রতী বিশ্বাস, ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সভাপতি কিংশুক ভট্টাচার্য সহ আরও অনেকে। ড: দেবাশিস রায় বলেন দিনের পর দিন বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তর করোনা টিকাকরণের উপরে বিশেষভাবে জোর দিচ্ছে। ১৮ বছর ও তার বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মেডিকেল কলেজে এসে পৌঁছেছে। সেই অনুযায়ী আজ প্রায় দুই শত বুস্টার ডোজ দেওয়ার কাজ চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct