আপনজন ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া শহরে এ হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ার সর্বশেষ এই হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করেছেন। জেলেনস্কি বলেছেন, এই হামলায় আটটি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র শহরের কেন্দ্রস্থলে আঘাত হানে। এ হামলায় ২০ জনের বেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে।