মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়া জেলার বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই শহীদ স্মরণ সভায় যাওয়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার চাপড়া ব্লকের নতুন বাসস্ট্যান্ডে এক সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ দলের বিভিন্ন বিধায়করা। একুশের জুলাইয়ের প্রস্তুতি হিসাবে নদিয়ার শান্তিপুর শহর এবং ব্লকের সংযোগস্থল জয়নিতাই মোড়ে এক পথসভার আয়োজন করে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নদীয়া জেলা কমিটি। সংগঠনের রাজ্য সহ সভাপতি অনুপ ভদ্র, সাব ডিভিশনাল সভাপতি চিন্ময় বিশ্বাস, জেলা কমিটির সদস্য জিব্রাইল পাইল, ব্লক সভাপতি সঞ্জীব পোদ্দার, সম্পাদক শুককদেব কুন্ডু সহ এবং শান্তিপুর ব্লক এবং শহরের সকল বিদ্যালয় থেকে সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগঠনের রাজ্য সহ সভাপতি অনুপ ভদ্র বলেন, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাড়িয়ে চলেছে ক্রমশ, এ সময় শিক্ষকদের এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয়। সঞ্জীব পোদ্দার বলেন, দেশে বেকারত্ব দারিদ্রতা বাড়ছে হুহু করে, এ রাজ্যে মানুষ বিভিন্ন প্রকল্পের অধীনস্থ হয়ে কিছুটা বিপদ থেকে রেহাই পেয়েছেন একমাত্র মানবিক মুখ্যমন্ত্রীর কারণে।চিনময় বিশ্বাস বলেন, একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভরসা করছে সারা দেশের মানুষ। জিব্রাইল পাইল বলেন, সাম্প্রদায়িক হানাহানির পেছনে কেন্দ্রীয় সরকারের ভূমিক রুখতে শিক্ষক শিক্ষিকাদের এগিয়ে আসতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct