আপনজন ডেস্ক: জার্মানিতে আবারও বাড়ছে করোনা সংক্রমণের হার। সেইসঙ্গে বাড়ছে আইসিউতে রোগীর সংখ্যা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী আরেকটি বুস্টার ডোজের ব্যাপারে ভাবতে বলেছেন সবাইকে। জার্মানিতে গত সাত দিনে প্রতি লাখে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৭২০ জন। বিশ্লেষকদের মতে, জার্মানরা এখন আর পিসিআর পরীক্ষা করাচ্ছেন না। তাই সংক্রমণ বাড়ছে। শুক্রবার জার্মান পত্রিকা ডেয়ার স্পিগেলকে দেয়া সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ সবাইকে নিজ নিজ ডাক্তারের কাছে গিয়ে দ্বিতীয় বুস্টার ডোজের ব্যাপারে আলাপ করার আহ্বান জানিয়েছেন। এ সপ্তাহের শুরুতে ইউরোপীয় ইউনিয়নও দ্বিতীয় বুস্টার ডোজ দেয়ার সুপারিশ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct