সঞ্জীব মল্লিক, ইন্দাস, আপনজন: নিআগামী একুশে জুলাই উপলক্ষে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইন্দাসে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির । একুশে জুলাই কেন স্মরণ করে আসেন তৃণমূল কংগ্রেস তার পেছনে লুকিয়ে রয়েছে ইতিহাস । সালটা ১৯৯৩ সালের ২১ শে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে “ নো আইডেন্টিটি নো ভোট “ এই দাবি নিয়ে যুব কংগ্রেসের কর্মীরা মহাকরণ অভিযানে যান । কিন্তু মহাকরণে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিলে যুব কংগ্রেসের কর্মীরা ব্যারিকেট পেরিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ যুব কংগ্রেসের কর্মীদের ওপর গুলি চালায় এবং সেই গুলিতে তেরো জন কর্মী নিহত হয়েছিলেন । সেই থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতিবছর একুশে জুলাই দিনটি তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মরণ করে থাকেন । কলকাতার ধর্মতলায় প্রতি বছর শহীদ সমাবেশ তৈরি করে এই দিনটি পালন করা হয় । এখনো সভা মঞ্চ থেকে শহীদদের পরিবারকে সম্মান জানানো হয় তৃণমূল কংগ্রেসের তরফে । সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইন্দাসে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো । যেখানে প্রায় ১০০ জন রক্তদান করেন । এই রক্তদান শিবিরের ফলে জেলায় কিছুটা হলেও কমবে রক্ত সংকট । ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সকল শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ । ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ জানান , তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই রক্তদান শিবির ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct