সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বৃহস্পতিবার রাজনগর থানা ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিন রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির দলীয় কার্যালয় থেকে সংগঠনের কর্মী সমর্থকরা মিছিল সহযোগে রাজনগর থানার সামনে জমায়েত হন এবং পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, থানায় আসা সাধারণ মানুষের কথা ধৈর্য ধরে শুনে তার সুব্যবস্থা করতে হব প্রভৃতি পাঁচটি দাবির ভিত্তিতে রাজনগর থানায় স্মারকলিপি প্রদান করেন দলীয় সংগঠনের নেতৃত্বরা। এরপর ফের মিছিল সহযোগে রাজনগর বিডিও অফিসের সামনে জমায়েত হন। কয়েকজন দলীয় প্রতিনিধি গিয়ে বিডিও অফিসে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। দাবিগুলো ছিল অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করতে হবে এবং মজুরি ৬০০ টাকা করতে হবে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রভৃতি মাসিক ভাতা বৃদ্ধি করে ছয় হাজার টাকা করতে হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি সমস্ত গরিব মানুষদের দিতে হবে। রাজনগর থানায় পাঁচ দফা ও বিডিও অফিসে ১১ দফা দাবি মোট ১৬ দফা দাবি নিয়ে সংগঠনের কর্মী সদস্যরা স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শিবদাস লোহার, ব্লক কমিটির সম্পাদক অরুণ সাধু, সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি জেলা কমিটির সদস্য শুকদেব বাগদী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরী,বলরাম চক্রবর্তী সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct