নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: সার্বজনীন কালী মন্দিরের কমিটির বিরুদ্ধে বেনিয়ম এবং আর্থিক তছরূপের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ এলাকার শ্রাবণী কালী মন্দির কমিটির সদস্যরা গ্রামের কাউকে না জানিয়ে ওই এলাকায় থাকা শতাব্দীর প্রাচীন লিচু বাগান রাতারাতি কেটে ফেলে। সেই টাকা মন্দির কমিটির সদস্যরা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলে ভালুকা গ্রামের মহিলারা এলাকার গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে ওই মন্দির কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে তারা আরো বৃহত্তর আন্দোলনের সামিল হবে। স্থানীয় সূত্রে জানা গেছে ভালুকা সদরে শ্রাবণী কালীমন্দিরের অধীনে একটি সাত বিঘা লিচু বাগান রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct