নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কলকাতার ইডেন গার্ডেনে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে বৃহস্পতিবার বনমহোৎসব (১৪-২০ জুলাই) অনুষ্ঠানের শুভারম্ভ করলেন বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দোপাধ্যায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। নতুন প্রজন্মের হাতে সবুজ পৃথিবী তুলে দেওয়া বর্তমান প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ নিয়ে ফিরহাদ হাকিম বলেন, নতুন ভবন নির্মাণের সময় বেশ কিছু জমিতে গাছ লাগানোর কথা ভাবছে রাজ্য সরকার। পাশাপাশি তিনি বলেন, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার প্রতি বছর যেভাবে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্ৰহণ করেছে তা প্রশংসিত। দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন ,বন দফতরের তৎপরতায় এক কোটির বেশি চারাগাছ রোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজ্য সরকারের অধীনস্থ বনদফতরের কর্মীরা সুসংঘবদ্ধ ভাবে পুরো রাজ্যজুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি রূপায়িত করছেন। এর জন্য তাদেরকেসাধুবাদ জানান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারসহ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ আধিকারিকরা। ছিলেন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সহ বনদপ্তরের বিভিন্ন ডিভিশনের পুরস্কার প্রাপ্ত কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct