এহসানুল হক, বসিরহাট, আপনজন: আর মাত্র আর কয়েক দিন বাকি, তার পরেই একুশে জুলাই অনুষ্ঠান ধর্মতলায়। তৃণমূল বরাবরই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে থাকেন। গত দু’বছর যাবৎ করোনার জন্য ভার্চুয়ালে এই দিনটি পালন করা হয়েছিল। এই বছর করোনা একটু উর্ধ্বমুখী হলেও তেমন আক্রান্ত সংখ্যা না হওয়ায় এবার শহীদ সমাবেশ থেকেই বরাবরের মতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। আর সেই অনুযায়ী রাজ্যজুড়ে দেওয়াল লিখন শুরু করে বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা চলছে তৃণমূল কংগ্রেস। এদিন বসিরহাট হাড়োয়া বিধানসভার অন্তর্গত হাড়োয়া সার্কাস ময়দানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ, বসিরহাট সাংগঠনিক জেলা চেয়ারম্যান এবং হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, সাংগঠনিক জেলা সভাপতি সরোজ ব্যানার্জি, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের ডিরেক্টর এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তসী ব্যানার্জি, বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু, মিনাখার বিধায়ক ঊষারানী মন্ডল, বসিরহাট জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারী, জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল, টাকি ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ একাধিক বিশিষ্ট নেত্রীবর্গ। এদিন সাওনী ঘোষ বলেন, “একুশে জুলাই ধর্মতলা চলুন।দু’বছর আমরা এভাবে তুলি হাতে প্রচারেই নামতে পারিনি। মোবাইলে মেসেজ আর ভার্চুয়ালি দিদির বক্তব্য শুনেছেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। এবার সরাসরি ধর্মতলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন নেতাকর্মীরা। সরাসরিই দিদির মুখ থেকে আগামী দিনের পথ চলার নির্দেশিকা নেবেন রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরা। একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি। দু বছরের সেই না পাওয়াটা এবার মিটিয়ে নেবেন সকলেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন মমতা ব্যানার্জি মা অন্নপূর্ণা ।বেশ কিছুদিন আগে মমতা ব্যানার্জি কে নিয়ে নির্মল মাঝি বলেছিলেন মা সারদা । আবার বিশ্বজিৎ দাস বলেছিলেন রানী রাসমণি । আজ আবার নতুন করে সায়নী ঘোষ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মা অন্নপূর্ণা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct