অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: পরিকাঠামো সহ অন্যান্য নানা বিষয় খতিয়ে দেখতে বিদ্যালয় পরিদর্শনে গেলেন জেলাশাসক। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের অন্তর্গত কুয়ারশই এলাকায় অবস্থিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল পরিদর্শনে যান জেলা শাসক বিজিন কৃষ্ণা। জেলাশাসক ছাড়াও এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বিবেক কুমার, মহকুমা শাসক (গঙ্গারামপুর) পি প্রমোদ, বংশীহারী ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিত্র দোলুই, বংশীহারী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গনেশ প্রসাদ সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। এই স্কুলকে রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা করেছে জেলা প্রশাসন। সেই কারণে বৃহস্পতিবার দুপুরে একলব্য মডেল স্কুল পরিদর্শনে যায় প্রশাসনিক কর্তারা। উল্লেখ্য, জেলার উপজাতি সম্প্রদায় ভুক্ত পড়ুয়াদের কথা মাথায় রেখে বংশীহারী ব্লকের অন্তর্গত গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের কুয়ারসই এলাকায় ২০১৩ সালে স্থাপিত হয় এই ইংরেজি মাধ্যমের বিদ্যালয়টি। বর্তমানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলছে পঠন-পাঠন। পিছিয়ে পড়া এসটি ছাত্র-ছাত্রীদের জন্য এই ইংরেজি মাধ্যমের স্কুলে জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে এসে হোস্টেলে থেকে শতাধিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে।
এদিন আধিকারিকেরা স্কুলের পঠন-পাঠন, ক্লাসরুম, ছাত্র ও ছাত্রীদের হোস্টেল, সুপারের কোয়াটার, ল্যাব রুম, সিসি ক্যামেরা, কন্ট্রোল রুম, টয়লেট, টিচার্স রুম, কিচেন , ডাইনিং , খাবার মেনু চাট, ফাস্ট এইড রুম, লাইব্রেরী, কম্পিউটার ল্যাব, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সহ নানা বিষয় খতিয়ে দেখেন। এছাড়াও নতুন বিল্ডিং এর কাজকর্ম খতিয়ে দেখেন। পুরনো বিল্ডিং এর যেসব মেঝে বা টয়লেটের প্লাস্টার উঠে গেছে সেগুলি পর্যবেক্ষণ করেন। ছাত্র-ছাত্রীদের হোস্টেল সরেজমিনে খতিয়ে দেখেন। ছাত্র-ছাত্রীদের হোস্টেলের মাঝে গ্রিল দিয়ে পার্টিশনের ব্যবস্থা করার নির্দেশ দেন। ছাত্রীদের হোস্টেলে অকেজো ন্যাপকিন ভেন্ডিং মেশিন সংশ্লিষ্ট সংস্থায় জানিয়ে মেরামতের কথা বলেন। জেলাশাসক স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপালের নিকট কোথায় খুঁটিনাটি সমস্যা রয়েছে তার একটি লিস্ট তৈরি করতে বলেন। দ্রুত সেগুলি পর্যবেক্ষণ করে সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন স্কুল কর্তৃপক্ষকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct